নিজাম হাজারীর বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগে অাদালতে মামলা : সমন জারি
অাদালত প্রতিবেদকঃ ফেনী জেলা অা'লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন দায়রা জর্জ অাদালতে মামলা দায়ের হয়েছে। রোববার শুনানী শেষে অভিযোগ অামলে নিয়ে অাসামীর বিরুদ্ধে সমন জারি করেছে অাদালত।
জানা যায়, গত ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে হত্যার মুল পরিকল্পনাকারী নিজাম হাজারীকে গ্রেফতারের দাবীতে সচেতন ফেনী বাসীর ব্যানারে এক সমাবেশের অায়োজন করা হয়। সমাবেশে নেতৃত্ব দেন অপরাধ বিচিত্রা ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক কাজী ওমর ফারুক। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বাসিন্দা। সমাবেশে নিজাম হাজারীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে বক্তব্য দেয়ায় ওইদিন সন্ধায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকাশ্যে মোটর সাইকেল যোগে কতিপয় অস্ত্রধারী যুবক কাজী ফারুককে অপহরন ...

