
সোনাগাজী প্রতিনিধি>> ৩০ আগষ্ট ১৭।। ১২:৪৭:২৭ পি.এম
সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউপির ৮নং ওয়ার্ডের হাদাব্যাপারির দোকান সংলগ্ন বিএনপি নেতা খুরশিদ খোনারের বাড়ি থেকে গতকাল(মঙ্গলবার)রাতে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশের অভিযানের খবর পেয়ে বিএনপি নেতা খুরশিদ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানায়,বিএনপির এ নেতা দীর্ঘ দিন ধরে গরু চোরাই কারবারীর সাথে জড়িত।
সোনাগাজী -দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউসার চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
