ফেনীতে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিনিধি, ০৩ আগষ্ট ১৭।। ১১:৩৩:৫৬ অপরাহ্ন
ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জনি ফরায়েজী (২৬)কে কুপিয়ে আহত করেছে স্ব দলীয় প্রতিপক্ষরা।০৩ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের পূর্ব কাছাড় মতিনাতুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে,গুরতর আহত জনি সদ্য অনুষ্ঠিত ধর্মপুর ইউনিয়ন পষিদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
স্থানীয়রা জানিয়েছে,যুবলীগ নেতা জনির সাথে অপর যুবলীগ নেতা মিল্লাতের আধিপত্য বিস্তার নিয়ে দির্ঘদিন যাবৎ বিরোধ চলছে।বুহস্পতিবার দুপুরে জনি তার দলবল নিয়ে মিল্লাত কে মারধর করে।এ ঘটনার জেরে বিকালে মিল্লাত তার সহযোগীদের নিয়ে জনিকে ধাওয়া করলে সে দৌড়ে নিজ ঘরে প্রবেশ করে প্রান বাঁচাতে দরজা বন্দ করে রাখে।একপর্যায়ে মিল্লাত ও তার সহযোগী অন্তর,নিশানের নেতৃত্বে ১০/১২ জন তাকে ঘর থেকে বের করে এনে এল...





