
নিজস্ব প্রতিনিধি>> ১০ নভেম্বর ১৭।। ০৫:৫০:১২ পিএম
সেলুনে চুল কাটার পাশাপাশি বিক্রি করছেন ইয়াবা এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযান পরিচালনা করা হয় কক্সবাজারের উখিয়ার বালুখালী-১ রোহিংগা অস্থায়ী ক্যাম্পে।অভিযান পরিচালনা করেন ক্যাম্পের ইন চার্জ কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় বি-২ ব্লকের মো: হোসেন, পিতা: মৃত মোজাফফর আহম্মেদ (২৭) নামে রোহিংগা নাপিতকে হাতেনাতে ধরা হয়। তার কাছে সংরক্ষিত সিগারেটের প্যাকেট থেকে ৯ (নয়) পিস ইয়াবা (অ্যাম্ফেটামিন যুক্ত মাদক) পাওয়া যায়।
পরবর্তীতে আটককৃত মো: হোসেনকে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) জনাব একরামুল সিদ্দিক তার সম্মুখে মাদক বহন ও বিক্রয়ের অপরাধটি উদঘাটিত হওয়ায় ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান,যেহেতু এই অঞ্চলটি ভৌগলিকভাবেই ইয়াবার প্রধান ট্রানজিট সেহেতু রোহিংগাদের মাঝে মাঝে কেউ কেউ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছেন । আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করছি।
