
ফেনী প্রতিনিধি>> ০৬ নভেম্বর ১৭।। ০৯:০৫:১৭ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড স্বীকৃতি প্রাপ্তিতে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যেগে ৬ নভেম্বর সোমবার বিকালে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি ফেনী পৌরচত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবার পৌরচত্তরে গিয়ে শেষ হয়।

র্যালীর অগ্রভাগে ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, সহ-সভাপতি এ্যাডভোকেট হাফেজ আহম্মদ, প্রিয় রঞ্জন দত্ত, মাষ্টার আলী হায়দার, দপ্তর সম্পাদক শহিদ খোন্দকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুুল হক লিটন, উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, পাঁচ গাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন নাছিম, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি, কাজীরবাগ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগ, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভূঞা, যুগ্ন-আহবায়ক ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুল শুক্কুর মানিক, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি, ফেনী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হক ভূঞা রবিন, জেলা যুবলীগ নেতা ইকবাল বাহার ফয়সল, এস.আলম সবুজসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল পরিমান নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
