
নিজস্ব প্রতিনিধি>>৪নভেম্বর ২০১৭।।১১:২০:৩৪ পিএম
ডেকোরাম না মানায় সোনাগাজীতে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা বর্জন করেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি আজিজুল হক।শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার ৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা চলাকালে অনুষ্ঠান বর্জনের ঘটনাটি ঘটে।এ বিষয়ে হিরন বলেন,সরকারী অনুষ্ঠান পালনের সময় পদ মর্যদা অনুযায়ী ডেকোরাম অনুসরন করার বিধান থাকলেও এ অনুষ্ঠানে সেটি অনুসরন না করায় আমি আলোচনা সভা বর্জন করি।
সমবায় দিবস পালনকালে প্রথমে একটি র্যালি উপজেলা উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদের মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহিম্মদ মিনহাজুর রহমানের সভিপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সিরাজুল হক এবং সমবায়ী মো. কামাল উদ্দিন।
