
শাহাদাত হোসেন তৌহিদ>> ০৪ নভেম্বর ১৭।। ০২:১০:২৬ পিএম
ফেনীর দাগনভূঞায় স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলায় একরামুল হক (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মোতালেব মৌলভী বাড়ির মৃত ওবায়দুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগেী সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ অক্টোবর পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলার চরমজলিশপুর গ্রামের চর লক্ষীগঞ্জ আজগর ভূঞা বাড়ির প্রয়াত ইকবাল হোসেন বি এস সি’র মেয়ে ফারহানা সুলতানার সাথে একরামের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবে ফারহানাকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন চালায় তার স্বামী একরাম। এক পর্যায়ে দাবিকৃত যৌতুক না দেয়ায় মারধর করে শিশু সন্তানসহ ফারহানাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। ফারহানা জানায়, এখানেও বিভিন্ন সময় একরাম নেশাখোরে এসে তাকে নির্যাতন করতো। এ ব্যাপারে গত ১১ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা দায়ের করলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ শুক্রবার রাতে একরামকে দাগনূঞার পৌর শহরের বাসা থেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। একরাম পূবালী ব্যংকের দাগনভূঞা শাখায় কর্মরত বলে জানা গেছে।
