
ফেনী প্রতিনিধি>> ০৫ নভেম্বর ১৭।। ০৯:৪৫:১২ পিএম
ফেনীতে শহর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নানকে রোববার রাতে ফালাহিয়া এলাকায় গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতা, হরতাল-অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী নাশকতার মামলায় মুফতি আবদুল হান্নানকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
