Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদল-যুবদলের ২৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি>> ০১ নভেম্বর ১৭।। ১০:২০:৩৮ পিএম

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর অতিক্রমের সময় পার্কিং করা গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনায় আরেকটি মামলা করেছে পুলিশ।যাতে যুবদল ও ছাত্রদলের ২৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

বুধবার ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে মঙ্গলবার ঢাকা ফেরার পথে ফেনীর মহীপালে খালেদা জিয়ার গাড়িবহরে অগ্নিসংযোগ, হাতবোমার বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে।

এর আগে শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথেও ফেনীর মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয় সোমবার।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, এসআই নুর উদ্দিনের দায়ের করা বিস্ফোরক, অগ্নিসংযোগ ও হামলার মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দাকর, জেলা ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাতসহ ছাত্রদল ও যুবদলের ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়।এ মামলায় ছয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

কক্সবাজার যাওয়ার পথে গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়।এরপর কক্সবাজার থেকে ফেরার পথে মঙ্গলবার ফেনীর মহিপালে ফের হামলার ঘটনা ঘটে।

এ হামলার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে।উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *