Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন

 

সোনাগাজীর আলো ডেস্ক >> ০৯ নভেম্বর ১৭।।০৮:২৭:১২ পিএম

ফেনীতে তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফেনী জবস্ ডট কম। ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র জানায়, ১৫ নভেম্বরের মধ্যে যে কোন ব্যক্তি ৩ শ’ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মশালায় অংশ নিতে পারবেন। শুধুমাত্র আবেদনকৃত প্রথম ৫০ জন কর্মশালায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। আগ্রহীরা ০১৮১৭-২০৬৬৫৮, ০১৬২৭ ৩৬১৮৬২,

www.fenijobs.com , https://www.facebook.com/fenijobs.info বিস্তারিত জানতেক পারবেন। এ লিঙ্কে https://goo.gl/f5Ubnd প্রবেশ করে আবেদন করতে পারবেন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন টিভি উপস্থাপক ও আলাদিন ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল বাহার ও ইনটেক প্রোপ্রাটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম।

এ বিষয়ে ফেনী জবস্’র সিইও রাশেদুল হাসান জানান, ফেনীতে নতু উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়েছে। ফেনী জবস্’র মাধ্যমে এ ধরণের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। তিনি এ ধরণের কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *