Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

বঙ্গবন্ধুর মাজারে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৬ অতিরিক্ত ডিআইজির শ্রদ্ধা

সোনাগাজীর আলো ডেস্ক >> ১০ নভেম্বর ১৭।। ০৯:৩৫:১২ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ১৬জন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৮তম বিসিএসের এই কর্মকর্তারা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন।

কর্মকর্তারা হলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মো. মনিরুজ্জামান, মো. ইমাম হোসেন, মো. হায়দার আলী খান, মো. আজাদ মিয়া, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বেগম আতিকা ইসলাম, বাসুদেব বণিক, মো. সুজায়েত ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. রেজাউল হক, মো. মনির হোসেন, মো. মিজানুর রহমান, পরিতোষ ঘোষ, সরদার রকিবুল ইসলাম, জয়দেব কুমার ভদ্র।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *