
সোনাগাজীর আলো ডেস্ক>> ০৭ নভেম্বর ১৭।।০৭:৩৫:১২ পিএম
টেকনাফের বালুখালী-১ রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের পাশের গ্রামে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে ১০৩ পিস ইয়াবাসহ আটক করা হয় বালুখালী গ্রামের মিনা আক্তার (৩৪) নামে এক নারীকে। মিনা আক্তারের স্বামীর নাম বেলাল উদ্দিন।
এই অভিযান পরিচালনা করেন বালুখালি অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প ইন চার্জ ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, রোহিঙ্গা ক্যাম্পের এক মাদক ব্যবসায়ী মোবাইল ফোনে ইয়াবা অর্ডার করে। এ সময় মিনা প্রতি পিস ১১০ টাকা দাবি করে। ঐ রোহিঙ্গাকে অনুসরণ করে বালুখালি গ্রামে মিনার বাড়িতে গিয়ে তাকে ১০৩ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলা হয়। মিনা মূলত পালংখালি ইউনিয়নের বালুখালি গ্রামের পুরাতন বাজারের জসিম উদ্দিনের মাদক এজেন্ট।
মূলত স্থানীয়দের সহযোগিতা নিয়ে রোহিঙ্গারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। আটককৃত মিনার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
