
বিশেষ প্রতিনিধি>> ০৩ নভেম্বর ১৭।।০৯:২৯:১৬ পিএম
নবাবপুর নুসরাতুল মুসলিমীন ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল (৩ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় আমিরাবাদ বি.সি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।
মাওলানা মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা থেকে আগত প্রখ্যাত মুফাস্সীরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রহিমুল্লাহ কাসেমী, ফুলগাজী নুরপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব।

উক্ত মাহফিলে নুসরাতুল মুসলিমীন ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা মুফতি নিজামুদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
