
শরিফুল ইসলাম বাবু>> ০৬ নভেম্বর ১৭।। ১২:৫৮:২৩ পিএম
সোনাগাজীতে কমিশন বানিজ্যের কারনে ঠিকাদারের কারসাজিতে সদর ইউপিতে নির্মাণ করা গার্ড ওয়াল সড়কের পাশে খালে ভেঙ্গে পড়েছে।যার কারনে মেরামতের ৩ মাসের মধ্যেই সড়কের দু’পাশের মাটি সরে গিয়ে ভাঙ্গতে শুরু করেছে সোনাগাজী সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চরখোয়াজ-বহদ্দারহাট সড়ক।

সরজমিনে দেখা গেছে গুরুত্বপূর্ণ এসড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়লে স্থানিয় ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিনের প্রচেষ্টায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৩ মাস আগে সড়কটির মেরামত কাজ সমাপ্ত হয়। কিন্তু সড়কের বিভিন্ন অংশের গার্ডওয়াল গুলো যথাযথ নিয়মে না করায় অতি অল্পদিনের মধ্যে সেগুলো ভেঙ্গে পড়েছে।
স্থানিয়রা জানিয়েছে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে অল্পদিনের মধ্যেই সড়কটি খালে ভেঙ্গে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পডবে এবং চরম দুর্ভোগে পড়বে এলাকার জনগন।
সড়কের ভেঙ্গে যাওয়া কয়কটি স্থানে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানিয় এলাকাবাসী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমানের আশু হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবী জানান।
