
নিজস্ব প্রতিনিধি>> ০১ নভেম্বর ১৭।। ০৭:৩০:৩২ পিএম
সোনাগাজীর আমিরাবাদ ইউপির ২নং ওয়ার্ডে সাহেবের হাটে ৬টি দোকান চুরির খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে।
সাহেবের হাট মুদি দোকান আবদুল্লাহ ষ্টোরের মালিক আবদুল্লাহ সওদাগর বলেন দোকানের শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে চোরের দল কর্মচারীর মোহাম্মদ আবু তৈয়বের হাত পা চোখ বেঁধে দোকানে থাকা রবি সিম পিঙ্গার মেশিনসহ লোড মোবাইল সেট, নগদ প্রায় ৬-৭ হাজার, মসজিদের আনুমানিক জমা ৬-৭ হাজার টাকা, দামি সিগারেট, মোবাইল কার্ড সব মিলে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
একই সময়ে ডাঃ নিমাই গোষসামী ঔষধ দোকানে রক্ষিত ১লক্ষ টাকা,ইউসুফের চা দোকান থেকে আনুমানিক ৪ হাজার টাকার মালামাল ও ইরানের মুদি দোকান থেকে সিগারেট সহ আনুমানিক ৫ হাজার টাকার মালামাল চুরি হয় বলে জানা যায়৷
বাজারের উত্তরে আবদুর জব্বার মেম্বারের মার্কেটে আবদুর রজ্জাককের কাপড় দোকান থেকে বিভিন্ন মালামাল লঙ্গী, কাপড়, রেকসিন, বোরকা, মোবাইল নিয়ে যায় বলে জানান দোকানদার।এসময় চোরেরা তার দোকানে একটি ধারালো চুরি রেখে যায়৷
এলাকাবাসী জানান গত ৭-৮ বছর চুরির কোন ঘটনা ঘটে নাই ৷ ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা ঘটনার সাথে স্থানীয় মাদক ব্যাবসায়ী ও মাদক সেবীরা জড়িত বলে সন্দেহ করছেন।
