
নিজস্ব প্রতিনিধি>> ০৩ নভেম্বর ১৭।। ১১:৩২:৫৩ পিএম
সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ নূরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছেন ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের পাঠান বাড়ি সড়কের একটি রেস্তোরাঁ থেকে সোহাগকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।তবে ছাত্রদল নেতারা জানিয়েন প্রকৃত ঘটনা আড়াল করে পুলিশ ছাত্রদল নেতাদের মিথ্যা মামলায় হয়রানি করছে।
