
সোনাগাজী প্রতিনিধি>> ০৭ নভেম্বর ১৭।। ০৮:২০:৩৪ পিএম
সোনাগাজীর মানিক মিয়া প্লাজায় সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের দ্বিতীয় তলার নিউ রজনীগন্ধা ফ্যাশন সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানাযায় রাত দেড়টার দিকে মানিকমিয়া প্লাজার ন্যাশনাল ব্যাংকের একটি জানালা দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
প্রথমে তারা দেড়ঘন্টা চেষ্টার পরও আগুনে সুত্রপাত খুঁজে পাইনি। পরবর্তীতে মার্কেটের পূর্ব পাশে নিউ রজনীগন্ধা নামের একটি কাপড় দোকানের ভিতর থেকে আগুনের সুত্রপাতে চিহ্ন পাওয়া যায়। সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা ঐ দোকানে সার্টার খুলে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে দোকানে সম্পূর্ণ মালামাল পিরে ছাঁই হয়ে যায়।
নিউ রজনীগন্ধা ফ্যাশনের মালিক আফলাতুল কাউছার জানায় তার দোকানে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ছিল যা সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।
ন্যাশনাল ব্যাংক সোনাগাজী শাখা ম্যানেজার তরিকুল ইসলাম জানায়, ব্যাংকের একটি জানালা খোলা থাকায় ঐ জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য ব্যাংকের ভিতর পানি মারার পর কয়েকটি কম্পিউটার সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
