সোনাগাজীতে হত্যা মামলার দু’ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি>> ০৮ জানুয়ারী ১৭।।সোমবার,০৯:৫০:১২ পিএম
সোনাগাজী উপজেলার সোনাপুর ও আনন্দপুর এলাকা থেকে শনিবার রাতে যুবলীগ নেতা আজিজুল হক হত্যা মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছ পুলিশ। গ্রেফতারকৃতরা মাহবুবুল হক (৩৮) ও নুর নবী (৩৫)।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজুল হক হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মাহবুবুল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। এছাড়া একই রাতে পুলিশ উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রাম থেকে ২০১৭ সালে স্ত্রী দায়েরকৃত যৌতুকের মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী নুর নবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুন...



