
শহর প্রতিনিধি>> ২৬ মার্চ ১৮।। সোমবার, ০৬:৪০:১২ পিএম
দেশটিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটিভি ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তারের সন্ছালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সভাপতি আজাদ মালদার,সাবেক সভাপতি রফিকুল ইসলাম,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু,সহ সভাপতি জাফর সেলিম,দেশ আমারের সাধারন সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম প্রমুখ। দেশটিভি দর্শক ফোরাম ‘দেশ আমার’এ অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ আমারের ফেনী জেলা সভাপতি আবদুল গোফরান বাচ্চু। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
