
আবুল হোসেন রিপন>> ২৫ মার্চ ১৮।।রবিবার,০৪:৪৯:৩২ পিএম
অনলাইন নিউজ পোর্টাল সোনাগাজীর আলো’তে সংবাদ প্রকাশের পর সোনাগাজীর চরছান্দিয়া ইউপির নয় নং ওয়ার্ডের আ’লীগের সাধারন সম্পাদক সদ্য প্রয়াত আব্দুল কাদের দুলালের পরিবারকে সহযোগীতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী আ’লীগ নেতা আব্দুল হাদি।
শনিবার সকালে তিনি প্রয়াত নেতার বাড়ীতে উপস্থিত হয়ে তার পরিবারের সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন চরছান্দিয়া ইউপির আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম মানিক,স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন,ইউপি সদস্য নুর নবী তোতা,ছুট্টু মহাজন,স্থানীয় আ’লীগ নেতা আব্দুল মতিন,অা’লীগ নেতা জাফর ইকবাল আজাদ,রফিক,গাজী সালাউদ্দিন,চরছান্দিয়া ইউনিয়নের যুবলীগ সম্পাদক গোলাম সরওয়ার,যুবলীগ নেতা স্বপন,ছাত্রলীগ সভাপতি জীবন মিয়াজি,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোশারফ হোসেন,যুগ্ন আহবায়ক আব্দুল কাদের প্রমুখ।
প্রসঙ্গত আব্দুল হাদি সোনাগাজীর চরছান্দিয়া ইউপির কৃতি সন্তান যিনি দেশে আ’লীগের রাজনীতি জড়িত থাকার পর যুক্তরাষ্ট্র প্রবাসী হয়ে সেখানেও সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে।এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে গরীব দুস্থদের সহযোগীতা করছেন।
