এক দারোগার কাছ থেকে ঘুষ নিলেন আরেক দারোগা
সোনাগাজীর আলো ডেস্ক>> ০৭ মার্চ ২০১৮।।বুধবার,১১:৪০:২৩ পিএম
'সুযোগ পেলে পুলিশ নিজের বাপকেও ছাড়ে না’- এই প্রবাদ বাক্যকে সত্যে পরিণত করলেন যশোর সদর উপজেলার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আতিকুর রহমান। তিনি কোতোয়ালি থানারএকজন সহকারী দারোগার কাছ থেকে খোয়া যাওয়া সরকারি পিস্তলের ১০ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ফেরত দেয়ার কারণে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। ক্ষতিগ্রস্ত ওই দারোগা চাকরি রক্ষার্থে বউয়ের গহনা বিক্রি করে ওই টাকা জোগার করে এএসআই আতিকুর রহমানের চাহিদা পূরণ করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
অপরদিকে এ ঘটনায় অভিযুক্ত দারোগার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি চেপে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দারোগার বিষয়ে ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন।
সূত্র মতে...



