ফেনীতে জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিনজনের কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি>> ২৭ মার্চ ১৮।।মঙ্গলবার,১০:৩৫:৩৮ পিএম
মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ফেনীতে আজ ( ২৭ মার্চ, ২০১৮) মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
পৌরসভার কদলগাজী রোডের মো: জাফর আহম্মেদের বাড়িতে (৩৩) অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা নির্দেশ প্রদান করে আদালত।
অভিযান পরিচালনা করা হয় রেল স্টেশন ও মহিপালের চাড়িপুরে। রেল স্টেশনে গাজা সেবনের দায়ে ছয় (৬) মাস ওবায়দুল হক (২৪) ও গাজা বিক্রেতা মো: রিয়াদকে (২৫) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। মহিপালের মধ্যম চাড়িপুড়ে ৫০ পিস ইয়াবাসহ মো: আলমকে (৫০) হাতেনাতে আটক করা হয়। আলম দীর্ঘদিন ধরে চাড়িপুর এলাকায় ইয়াবা ও গাজা বিক্...

