
নিজস্ব প্রতিনিধি>> ০৮ আগষ্ট ১৮।।বুধবার,০৭:৪৫:৪৩ পিএম
অভিনেত্রী ও অাওয়ামী মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচীর ফেসবুক অাইডি হ্যাকড হয়েছে।
বুধবার (০৮ অাগস্ট) বিষয়টি নিশ্চিত করে রোকেয়া প্রাচী বলেছেন, সকালে ঘুম থেকে উঠে দেখি অামার ফেসবুক অাইডিতে ঢুকতে পারছি না। খুব বিপদে অাছি, ভয়ও করছে।
যোগ করে তিনি আরও বলেছেন, ‘কেউ যদি অামার অাইডি হ্যাক করে বিভ্রান্তিকর কোন কিছু ছড়ায় তার দায় অামি নেবো না। অামি চেষ্টা করছি হ্যাকারদের কবল থেকে আইডি উদ্ধারের।’
