
নিজস্ব প্রতিনিধি->> ২২ আগষ্ট ১৮।।বুধবার, ০৯:২০:১২ পিএম
ফেনীর দাগনভূইয়ায় তাহফিজ(ছেলে) ও তানহাজ(মেয়ে)এক পরিবারের চার বছরের দুই জমজ শিশু পানিতে ডুবে নিহত হয়েছে।বুধবার সন্ধ্যায়(২২ আগষ্ট) উপজেলার সদর ইউনিয়নের লাভলু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।তারা ওই বাড়ির দাইনুল ইসলাম জুমন এর সন্তান।
স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম লাভলু জানান,ওই বিকেলে পরিবারের সকলে যখন কোরবানীর মাংস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।তখন শিশু দুটি খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।পরে বাড়ির লোকজন শিশু দুটিকে পানিতে ভাঁসতে দেখে তাদের উদ্বার করে দাগনভূঁইয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
