
বিশেষ প্রতিনিধি>> ১২ আগষ্ট ১৮।।রবিবার,০৭:২২:৫৪ পিএম
ফেনী প্রেসক্লাবের সংকট নিরশনে ১৩ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসক।ফেনীতে কর্মরত সাংবাদিকদের দীর্ঘ ৩১ মাস ধরে চলমান প্রেস ক্লাব আন্দোলন সফল হতে চলছে। প্রেস ক্লাবের সদস্য হওয়ার সাংবাদিকদের অধিকার অন্দোলন যৌক্তিক বিবেচনা নিয়ে এর সমস্যা সমাধানে জেলা প্রশাসক মনোজ কুমার রায় গত ৯ আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে পিকেএম এনামুল করিমকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এতে এই আন্দোলনের সঙ্গে যুক্ত সাংবাদিকেরা সহ মোট বার সাংবাদিক সদস্য রয়েছেন। কমিটির সদস্যরা হলো,সমকালের শাহজালাল রতন,বাংলাভিশনের রফিকুল ইসলাম,আরটিভির আজাদ মালদা,চ্যানেল ২৪ এর দিলদার হোসেন স্বপন, প্রথম আলোর আবু তাহের,দেশটিভির শেখ ফরিদ উদ্দিন আত্তার,৭১ টিভির জহিরুল হক মিলু, চ্যানেল নাইনের জহিরুল হক মিলন,সময় টিভির বখতেয়ার মুন্না,চ্যানেল আই রবিউল হক রবি, ডিবিসির আবু তাহের ভূইয়া ও একুশে টিভির নজরুল ইসলাম রঞ্জু।
