
নিজস্ব প্রতিনিধি>> ২০ আগষ্ট ১৮।।সোমবার, ০৪:২১:৩২ পিএম
সোনাগাজী পৌর শহরের যানজট নিরসনে মডেল থানা পুলিশ ও বন্ধন মুক্ত স্কাউটের সদস্যদের নিয়ে মাঠে নেমেছেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সোমবার সকালে মেয়রের নেতৃত্বে পৌরবাজারে গুরুত্বপূর্ণ সড়ক গুলো থেকে অবৈধ স্থাপনা সরিয়ে জনসাধারণ ও যানবাহনের চলাচলের পথ সুগম করা হয়।গত কয়েক দিন পৌর শহরে অসহনীয় যানজটে পৌরবাসীকে দূর্ভোগ পোহাতে হয়েছে।
ঈদের আগে এধরনের প্রশংসনীয় একটি কার্যক্রম গ্রহন করায় বাজার ব্যবসায়ী ও পৌর এলাকার বাসিন্দারা মেয়রকে সাধুবাদ জানিয়েছে।
