Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে তিন ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

অভিযুক্ত শিক্ষক মাওলানা ফাত্তাহ বিন আমিন

বিশেষ প্রতিনিধি>> ১৭ আগষ্ট ১৮।। শুক্রবার,০৫:২০:৩২ পিএম
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউপির ভোরবাজার সংলগ্ন সফরাবাদ গ্রামে হযরত ওসমান (রা:) মাদ্রাসার তিন ছাত্রকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রাসার মহুতামিম মাওলানা আব্দুল ফাত্তাহ বিন আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যৌন নির্যাতনের শিকার এক ছাত্রের পিতা।বৃহস্পতিবার রাতে নবাবপুর ইউপির গোবিন্দপুর গ্রামের এমরান হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাটি দায়ের করে।
অভিযুক্ত শিক্ষক ফেনী জেলা জামায়াত নেতা আব্দুল হান্নানের  সহোদর।
মামলায় তিনি উল্লেক করেন,তার ১০ বছর বয়সী ছেলে ইব্রাহিম গত ৫ বছর যাবৎ মাদ্রাসার হোস্টেলে থাকিয়া পড়ালেখা করছে।গত কয়েক বছর থেকে শিক্ষক ফাত্তাহ তার ছেলে সহ তিন চার জন ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে পায়ু পথে যৌন সংগম করে আসছে।বিষয়টি জানাজানি হলে স্থানীয় গনমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে তাকে সতর্ক করা হলে সে এমন অপরাধ করবে না বলে অঙ্গিকার করে।কিন্তু লম্পট শিক্ষক ফাত্তাহ গোপনে তার অপরাধ কর্ম চালিয়ে যায়। ১৫ আগষ্ট বুধবার ফজরের নামাজের পর শিক্ষক ফাত্তাহ ভয়ভীতি দেখিয়ে নিজ কক্ষে তার ছেলেকে পায়ু পথে পুনরায় বলৎকার করে।একই তারিক সকাল ১০ টার সময় বাদীর ভাইয়ের মেয়ে মাদ্রাসায় তার ছেলের জন্য খাবার নিয়ে গেলে সে বিষয়টি জানতে পারে।
খবর পেয়ে এলাকার গন্যমান্য লোকদের সাথে নিয়ে বাদী মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।এসময় সবার উপস্থিতিতে শরিফুল ইসলাম ও আহম্মদ সরোয়ার নামে হেফজ বিভাগের দুই ছাত্র তাদেরকে বলৎকার করেছে বলে জানায়।স্থানীয় প্রভাবশালীরা অভিযুক্ত শিক্ষকের পক্ষে আপোষের চেষ্টা করার কারনে মামলা দায়ের করতে দেরী হয়েছে বলে অভিযোগে বাদী উল্লেক করে।
সোনাগাজী মড়েল থানার পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানিয়েছে প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।অভিযুক্ত শিক্ষক ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
মোবাইল ফোন বন্দ ও পালিয়ে থাকায় শিক্ষক ফাত্তাহ বিন আমিনের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *