
আবুল হোসেন রিপন, ১২ আগষ্ট ১৮।।রবিবার,০৩:২০:১২ পিএম
সোনাগাজী-মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বড় ফেনী নদীর উপর সংযোগ সেতু, সড়ক নির্মাণে পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দলের সাথে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের মতবিনিময় হয়েছে।
শনিবার সন্ধ্যার পর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউপির দক্ষিণপূর্ব চরচান্দিয়া গ্রামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এরপূর্বে দিনব্যাপী ওই এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের পরিবেশ বিষয়ক কনসালটেন্ট ওয়াসিম উদ্দিন, সমাজ বিশেষজ্ঞ মাহফুজুর রহমান ও সোনাগাজী উপজেলা প্রকৌশলী এএনএম মনির উদ্দিন।
চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে ও ইউপি সদস্য নূরনবী তোতার সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। এলাকাবাসীর মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইদুল হক, ফকির আহম্মদ, আবদুস সালাম, আবদুল কুদ্দুস, আবদুস রহিম স্বপন ও আনোয়ার হোসেন লিটন প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা মতবিনিময় সভায় জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও এলজিইডির সহযোগিতায় সোনাগাজী-মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বড় ফেনী নদীর উপর ৬০৫ মিটার দৈর্ঘ্য ব্রীজ এবং ৭-১০কিলোমিটার দৈর্ঘ্যও সড়ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একনেকে ৩৫০কোটি টাকার অনুমোন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব পড়বে কিনা সে বিষয়ে মতামত জানতে তারা সরজমিনে পরিদর্শনে আসেন। এলাকাবাসী প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকায় পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব পড়বেনা বলে মতামত দেন এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
