ডাঃ মাজেদকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধি>> ০৭ আগষ্ট ১৮।। মঙ্গলবার,১১:৫৫:৫৪ পিম
জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুল হক সাঈদ ২/৮/২০১৮ ইং তারিখে ঢাকা কেন্দ্রীয় অফিসে ডাঃমুহাম্মাদ মাহাতাব হোসাইন ( মাজেদ) কে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে মনোনীত করেন এবং পরিচয় পএ প্রধান করেন এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল থ্রী বাংলা চেয়ারম্যান মোঃ মামুন সিকদার।
উল্লেখ্য, ডাঃমুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ , প্রতি মাসে বিভিন্ন জায়গায় মাওলানা শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে থাকেন,এবং বিভিন্ন জাতীয় পএিকা ও নিউজ পোর্টালে স্বাস্থ্য বিভাগের নিয়মিত লেখক।...

