
বিশেষ প্রতিনিধি>> ২৩ অক্টোবর ১৮।।মঙ্গলবার,০৮:৫৮:৩২ এএম
সোনাগাজীতে পুলিশ কে রামদা দেখিয়ে পালিয়েছে উপকুলীয় ডাকাত সর্দার শেখ ফরিদ।ঘটনাটি রবিবার রাতে উপজেলার চরছান্দিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের সাহেবের ঘাট সংলগ্ন স্থানে ঘটে। সে ওই এলাকার উলানি মোস্তফার ছেলে।
জানা গেছে, হত্যা ডাকাতি চুরি ছিনতাইয়ের অপরাধে ৭ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শেখ ফরিদ দীর্ঘদিন এলাকার বাইরে পালিয়ে ছিলো।গত শনিবার বাড়ীতে এসে রবিবার সকালে পুলিশকে তথ্য সরবরাহের অভিযোগ তুলে তার আপন ভাই মিজানুর রহমানের বসতঘর ভাংচুর কর।রাতে পুনরায় সে রামদা নিয়ে মিজানের উপর আক্রমন চালায়।এসময় স্থানীয় এলাকাবাসী তাকে ঘেরাও করে সোনাগাজী মডেল থানা পুলিশ কে খবর দিলে এএসআই আরিফুর রহমানে নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতারের চেষ্টা চালায়।স্থানীয়রা জানিয়েছে, গ্রেফতারের চেষ্টার সময় ফরিদ ঘর থেকে বের হয়ে রামদা উচিয়ে পুলিশের দিকে তেড়ে যাওয়ার একপর্যায়ে দ্রুত ছোট ফেনী নদীর দিকে পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন,শেখ ফরিদ পুলিশের তালিকাভুক্ত ডাকাত সর্দার। পুলিশ তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।ছবি-প্রতিকি
