Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

জাতীয় পার্টির প্রার্থীদের এরশাদ মনোনয়ন দিলেও মাসুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে শেখ হাসিনা

আবুল হোসেন রিপন>> ২৪ ডিসেম্বর ১৮।।সোমবার,০৭:২০:২২ পিএম
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বিকালে পৌরসভার জিরো পয়েন্টে মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থী লে: জেনারেল(অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা আনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম,বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর আসনের এমপি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,মহাজোট প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী,তিনবারের সাবেক এমপি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এবিএম তালেব আলী।


অনুষ্ঠানে আলাউদ্দিন নাসিম বলেন,৩০ তারিখের নির্বাচনে শেখ হাসিনা অবশ্যই ক্ষমতায় আসবে।দেশের মানুষ দুর্নীতিবাজদের ভোট দিবেনা,দুর্নীতির বরপুত্র রয়েছে লন্ডনে,আরেকজন কারাগারে।তাদের রক্ষার জন্য ঐক্যফ্রন্টের নামে মাঠে নেমেছে ড: কামাল হোসেন,তার মাথায় ঘিলু নাই বিধায় ৩০ বছর আগে তাকে আমাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে।আওয়ামীলীগ জিতলে প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা কিন্তু বিএনপি জিতলে কে প্রধানমন্ত্রী হবে দেশের মানুষ জানেনা।সবাই জানে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন দেয় এরশাদ কিন্তু ফেনী-৩ আসনে মাসুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই সোনাগাজীর উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার প্রার্থী কে জয়যুক্ত করতে হবে।


মাসুদ চৌধুরী তার বক্তব্যে বলেন,আমি আপনাদের এলাকার লোক।সেনাবাহিনীতে থাকার সময় সোনাগাজীর মানুষের জন্য অনেক কাজ করেছি।উন্নয়ন,শান্তি, নিরাপত্তার স্বার্থে,এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে ভোট দিলে আমি এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবো।আজকে আপনাদের বিপুল উপস্থিতি দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা ৩০ তারিখে নাঙ্গলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আনতে সর্বশক্তি নিয়োগ করবেন।আমাদের সামনে ৩০ ডিসেম্বরের জন্য দুটো পথ খোলা আছে,একটি আলোর পথ,আর এ পথের দিশারী হচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা ,অন্যদিকে আছে উন্নয়নের বধ,দুর্নীতির বধ,সন্ত্রাসের বধ। আমাদের বেছে নিতে হবে আমরা কোন দিকে যাবো? আমরা অবশ্যই শেখ হাসিনার নির্দেশিত উন্নয়নের পথে যাবো।জয়বাংলা জয়বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে তিনি নাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।


নিজাম হাজারী তার বক্তব্যে সোনাগাজীবাসিকে নাঙ্গল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছে তাকে আমাদের বিজয়ী করতে হবে।তবে সাবধান থাকবেন বিএনপি জামায়াত জোট বসে নেই,তারা নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে।৩০ তারিখ সকালে তারা মসজিদে অবস্থান নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করবে তাই সোনাগাজী সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ আপনরা সবাই ভোটের দিন মসজিদে নামাজ পড়তে যাবেন এবং বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা যেন কোন নাশকতা করতে না পারে সেদিকে কঠোর নজর রাখবেন।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনোনয়নবঞ্চিত জহির উদ্দিন মাহমুদ লিপটন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ও এনআরবি গেøাবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী,অভিনেত্রী শমি কায়সার,ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম.দাগনভুঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আনাম,ফেনী জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আক্রাম হোসেন প্রমুখ।উপস্থিত ছিলেন উপজেলার সকল জনপ্রতিনিধি ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জয়বাংলা শ্লোগান দিয়ে নাঙ্গল প্রতিক হাতে নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হলে নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *