
আবুল হোসেন রিপন>> ২২ ডিসেম্বর ১৮।।শনিবার, ০৫:২৫:৩২ পিএম
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর নাঙ্গলের প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছে তার স্ত্রী জেসমিন মাসুদ।নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে তিনি গনসংযোগ ও বিরামহীন প্রচরনা চালাচ্ছেন।প্রচারনায় তিনি সরকারের সাফল্য প্রচারের সাথে সাথে আসনটিতে মাসুদ চৌধুরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সফলতা তুলে ধরছেন।
দুই উপজেলা নিয়ে গঠিন আসনটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৮শ ৫৩।এরমধ্যে নারী ভোটারের সংখ্যা অর্ধেকেরও বেশী।ভোটের জয় পরাজয়ের ক্ষেত্রে অতিতের মতো এবারের নির্বাচনেও নারী ভোটারদের ভুমিকা মুখ্য থাকার বিষয়টি মাথায় রেখে জেসমিন মাসুদ নারীদের ভোট নাঙ্গল প্রতীকে টানতে তার নিজস্ব কর্মী বাহিনী নিয়ে বাড়ী বাড়ী গিয়ে প্রচারনা করছে।গত কয়েক দিনে তিনি বগাদানা,আমিরাবাদ,সোনাগাজী সদর ইউনিয়ন ,পৌরসভা সহ সোনাগাজী উপজেলার প্রত্যান্ত এলাকায় নারী ভোটারদের প্রধান্য দিয়ে নাঙ্গল প্রতীকে প্রচার প্রচারনা করেছে।তার প্রচারনার সময় নিজস্ব কর্মী বাহিনীর পাশাপাশি মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করছে।এসময় তিনি মহাজোট সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরন করেন।গনসংযোগকালে তিনি ভোটারদের বলেন, আপনাদের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধূরী একজন সফল মানুষ।তিনি সেনা কর্মকর্তা থাকাকালে সোনাগাজীর উন্নয়নে গুরত্বপুর্ন ভুমিকা পালন করেছে তেমনি দেশের নানা সংকটে দেশবাসীর পাশে থেকে গুরত্বপুর্ন ভুমিকা পালন করেছে।তিনি কর্মের প্রতি,দেশের মানুষের প্রতি,এলাকাবাসীর প্রতি আন্তরিক।গত দশ বছরে সোনাগাজীতে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো তার আন্তরিক চেষ্টার কারনে সফলতার মুখ দেখেছে।সোনোগাজী- মিরেরশরাই উপজেলার সিমানা বিরোধ তার চেষ্টার কারনে নিষ্পত্তি হয়েছে।আমি মনে করি মাসুদ চৌধুরী আপনাদের সহযোগীতায় ও আপনাদের ভোট পেয়ে নির্বাচিত হলে সোনাগাজীবাসীর সেবায় নিজেকে নিবেদিত রাখবে।আপনাদের দীর্ঘদিনের দাবী সোনাগাজীতে গ্যাস সংযোগ সহ অন্যান্য দাবীগুলো পুরন করা হবে।আমার স্বামীর জন্য আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি,আপনারা সবাই প্রতিটি ভোটারের কাছে যাবেন,ভোট চাইবেন।
