
নিজস্ব প্রতিনিধি>>১৬ ডিসেম্বর ১৮।।রবিবার,০৫:৪০:১২ পিএম
ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর গাড়ি প্রতীক নিয়ে মাঠে থাকার ঘোষণা দিলেন আনোয়ারুল কবির ওরপে রিন্টু আনোয়ার।তিনি বলেন আমি স্বাধীন জাতীয়তাবাদী একজন মানুষ। জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছি। তাই সাংবাদিকদের সুখ দুখের সাথী হিসেবে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘ দিন সততা, দক্ষতা ও সুনামের সাথে দায়ীত্ব পালন করেছি। বর্তমান পরিস্থিতিতে দেখতে পেলাম দলটি আর আদর্শ নিয়ে চলতে পারছেনা।
এরশাদ সাহেবের রাষ্ট্র ও দলপরিচালনার শারীরিক ক্ষমতা নেই। যে দলে আদর্শ নাই, সেই দলে আমি আর থাকার প্রয়োজনীয়তা নেই মনে করে সাধারণ জনগণের জন্য কাজ করতে ফেনী-৩ আসনে মোটর গাড়ি প্রতী নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ৩০ ডিসেম্বর দলমত নির্বিশেষে মোটর গাড়ি প্রতীকে সবার কাছে একটি করে ভোট প্রার্থনা করেন। আগামী দিনে সাধারন মানুষের ভাই হতে চাই, আমি স্যার হতে চাইনা,আমি আমার প্রতিদ্বন্ধি,আমি কারো প্রতিদ্বন্ধি হতে চাইনা। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
শনিবার রাতে ফেনী শহরের ক্রাউন ওয়েস্ট চাইনিজ রেস্টুরেন্টে সোনাগাজী ও দাগনভুঞাতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হন। রিটার্নিং অফিসার তার মনোনয়ন পত্র বাতিল করলে তিনি হাইকোর্টের আদেশে মনোনয়ন ফিরে পান। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহর কাছে হেরে যান তিনি।আসনটিতে এবার মহাজোটের শরীক জাতীয় পার্টিও মনোনয়ন পান সাবেক সেনা কর্মকর্তা লে.জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী।
