
সোনাগাজী প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর ১৮।।বুধবার, ০৪:৫৫:৩২ পিএম
সোনাগাজীতে চিকিৎসকের অবহেলায় মো.আদিফ (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ এনে ক্ষুব্ধ স্বজনরা বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুর চালায় ও কয়েকজন চিকিৎসক কে লাঞ্চিত করে।নিহত মো.আদিফ সোনাগাজী পৌরসভার তুলাতুলী গ্রামের মো.আদেলের ছেলে।
নিহতের স্বজনরা বলেন,সকালে আদিফকে বাড়ীর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করার পর আমরা তাকে বাড়ীতে নিয়ে যায়।কয়েক ঘন্টা পর দাফন করার প্রস্তুতি নেওয়ার সময় খাটের উপর তাকে নড়াচড়া করতে দেখে দ্রæত সোনাগাজী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।সোনাগাজী ক্লিনিকের চিকিৎসক নুর উল্যাহ জানান, ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।এ খবর শিশুটির স্বজনদের মাঝে জানাজানি হলে তারা দলবদ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুর চালায় এবং চিকিৎসকদের শাস্তির দাবীতে শ্লোগান দিতে থাকে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সোহেল পারভেজ,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড.রফিকুল ইসলাম খোকন ঘটনাস্থলে গিয়ে গিয়ে তাদেরকে শান্ত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.নুরুল আলম জানান,তার চিকিৎসার কোনো অবহেলা হয়নি।হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোয়াজ্জেম হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
