
নিজস্ব প্রতিনিধি>> ১৮ ডিসেম্বর ১৮।।মঙ্গলবার,০৪:৪০:৪৩ পিএম
দলীয় কোন্দলের জেরে সোনাগাজীতে নির্বাচনী গনসংযোগের সময় ফের হামলার শিকার হলেন ফেনী-৩ (সোনাগাজী -দাগনভ‚ঞা) আসনে জাতীয় ঐক্য ফ্রন্ট’র প্রার্থী মো. আকবর হোসেন।ঘটনাটি সোমবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ঘটে। এসময় প্রার্থী আকবর হোসেন সহ কমপক্ষে ২০জন নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়েছে।তাদের দাবী আহতদেরকে দাগনভুঞা ও ফেনীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হচ্ছে দাগনভুঞা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওবায়দুল হক ছুট্টু, ফেনী জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গির চেয়ারম্যান, কলেজ ছাত্রদলের আহবায়ক আমজাদ হোসেন, দাগনভ‚ঞা পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন বাবর, ছাত্রদল নেতা নিজাম হায়দার, দেলোয়ার হোসেন, হামিদ বেগ ও শাহ আলম প্রমুখ। এসময় তাদের ৩টি হাইচ মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এক সপ্তাহের মধ্যে সোনাগাজীতে দ্বীতিয়বার হামলার শিকার হলেন বিএনপি প্রার্থী আকবর।এর আগে তিনি ১১ ডিসেম্বর সোনাগাজী পৌরসভার হাসপাতাল গেইট এলাকার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা করতে গেলে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়ে সভা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।সেসময় স্বদলীয়রা তাকে লাঞ্চিত করে।
তবে সোমবারের রাতে ঘটনার জন্য প্রার্থী মো.আকবর হোসেন ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে জানান, সোনাগাজী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাটে মতবিনিময় সভা শেষে দাগনভুঞায় ফেরার পথে তাকিয়া বাজারে ২০/২৫ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।হামলার স্থান তাকিয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান,বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থী নিয়ে গনসংযোগ করার সময় স্থানীয় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতার নেতৃত্ব হামলার ঘটনা ঘটে।
বিএনপির অভিযোগ অস্বিকার করে সোনাগাজী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পদক ও বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, হামলার ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়িত নয় ।তিনি বলেন, গত কয়েক দিন পুর্বেও তাদের নিজেদের অভ্যান্তরিণ কোন্দলে বিএনপির নির্বাচনী সভা পন্ড হয়েছে। আজকেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এঘটনা ঘটতে পারে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, কে বা কারা হামলা করেছে তিনি জানেননা, শুনেছেন অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটা ঘটতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
