
সোনাগাজী প্রতিনিধি>> ১৯ ডিসেম্বর ১৮।।বুধবার,০৪:৩৭:২১ পিএম
সোনাগাজীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী,সরকার ও নির্বাচন কমিশনারকে উদ্যেশ্য করে উস্কানী মুলক লেখা পোষ্ট করার অভিযোগে মঙ্গলবার রাতে মোহাম্মদ শরীফ নামে এক ছাত্রদলকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলকাবাসী ও ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা।সে উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রবের ছেলে।এঘটনায় বুধবার দুপুরে সোনাগাজী মডেল থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানা যায়,মুক্তিযোদ্ধা আবদু রবের ছেলে মো. শরিফ দীর্ঘ দিন কুঠিরহাট বাজারে রুমি স্টুডিওতে চাকরি করে আসছে।সে স্টুডিওর কম্পিউটার থেকে নিজের ফেসবুকে প্রায় সময় সরকারের নানা সমালোচনা করে বিভিন্ন কুরুচিপুর্ন লেখা পোষ্ট করত।বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাদের নজরে এলে তাকে ডেকে সর্তক করা হয়।এতে সে লেখা বন্ধ না করে আরো খারাপ করে লেখা লেখতে থাকলে বিষয়টি কুঠিরহাট বনিক সমিতির সভাপতি ডা নুর নবী ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেনকে অবহিত করা হয়। বাজার কমিটি শরিফকে সর্তক করলে কিছুদিন বন্ধ রেখে গত কাল থেকে নির্বাচন কমিশনার,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ সহ অংঙ্গ সংগঠনের নামে বিভিন্ন আইডি থেকে কুরুচিপুর্ন লেখা পোষ্ট করতে থাকে। মঙ্গলবার(১৮ই ডিসেম্বর)সন্ধায় চরমজলিশপুর ও বগাদানা ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ কর্মীরা তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বাজার বনিক সমিতির সদস্য আলমগীর হোসেন জানায়,মুক্তিযোদ্ধা আবদু রবও প্রায় সময় সরকার বিরোধী আলোচনা করে থাকে এ নিয়ে বাজার কমিটির কাছে বেশ কয়েকবার অভিযোগ এসেছে,তাকেও আমরা বেশ কয়েকবার সর্তক করেছি।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
