
সোনাগাজী প্রতিনিধি>> ২৫ ডিসেম্বর ১৮।।মঙ্গলবার,০৫:৪২:৩২ পিএম
সোনাগাজী পৌরসভার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে মঙ্গলবার বিকালে বিএনপির প্রচার মাইক ভাংচুর করেছে দূর্বৃত্তরা।এসময় প্রচার কাজে নিয়োজিত শিপন,জিহাদ,নুর আলম নামে তিন জন কে পিটিয়ে আহত করে সিএনজি অটোরিক্সা ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষের প্রচার মাইক ঘটনাস্থলে পৌঁছলে মোটর সাইকেল যোগে ৭/৮ জন ব্যাক্তি এসে ভাংচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ঘটনার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করে বলেন নির্বাচন সংশ্লিষ্টদের জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা।
বিএনপি নেতার অভিযোগ প্রত্যাক্ষান করে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন বলেন, ভাংচুরের সাথে ছাত্রলীগের কেউ জড়িত না।বিএনপির আভ্যান্তরিন কোন্দলে ভাংচুরের ঘটনা ঘটেছে।
