
বিশেষ প্রতিনিধি>> ২৭ ডিসেম্বর ১৮।।০৮:৫৭:৩২ পিএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাকের সমর্থনে বৃহস্পতিবার বিকালে সোনাগাজী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলার সভাপতি হাফেজ হিজবুল্যাহর সভসপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারী প্রিন্সিপাল নরুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোনীত ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠনের জেলা উপদেষ্টা মুফতি আহছান উল্যাহ।
জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ সানা উল্যাহ, যুগ্ম সম্পাদক মুফতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলা সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল গাজী, জেলা সভাপতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি ইব্রাহীম মোহাম্মদ সাকিল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ইশা ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি জাবের হোসাইন, সহ-সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক ইয়াছিন আরাফাত, পৌর সভাপতি হাফেজ জাকের হোসেন প্রমুখ।
