
বিশেষ প্রতিনিধি>> ১৫ ডিসেম্বর ১৮।।শনিবার,০৪:২০:৫৪ পিএম
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা)আসনের মহাজোট প্রার্থী লে.জে. (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে সোনাগাজী উপজেলা জুড়ে উপজেলা আ’লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার লে.জে. মাসুদ উদ্দিন চৌধুরীর নিজ ইউনিয়ন মতিগঞ্জ থেকে মতবিনিময় সভা শুরু হয়ে বৃহস্পতিবার চর মজলিশপুর ইউনিয়নের কুঠির হাট বাজারে,বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে,চরদরবেশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে,চর ছান্দিয়া ইউনিয়নের ওলামাবাজারে,১৪ ডিসেম্বর শুক্রবার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা কমিউনিটি সেন্টারে,আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, নবাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে,সদর ইউনিয়নের মনগাজী বাজারে এবং সোনাগাজী পৌরসভাস্থ উপজেলা আ’লীগের কার্যালয়ে মতবিনিময় সভার মধ্য দিয়ে উপজেলা জুড়ে লাঙ্গল প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাগুলোতে কেন্দ্রীয় আ’লীগ নেতা ও ফেনী-৩ আসনে মহাজোটের মনোনয়ন বঞ্চিত জহির উদ্দিন মাহমুদ লিপটন,জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাজমা আক্তার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়েজুল কবির,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এড.রফিকুল ইসলাম খোকন,উপজেলা চেয়ারম্যান জেড.এম.কামরুল আনাম,উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন,সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু,আ’লীগ নেতা এড.নাছির উদ্দিন বাহার,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মীর এমরান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা এক হয়ে কাজ করে মহাজোটের প্রার্থী লে.জে.মাসুদ চৌধুরীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
