
সোনাগাজী প্রতিনিধি>> ১৮ ডিসেম্বর ১৮।।মঙ্গলবার,০৪:৪৩:২৩ পিএম
সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে পৌরসভার কলেজ রোড়ের নিজ বাসা থেকে মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার থানা ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতা ও পুলিশের উপর হামলাসহ একাধিক ঘটনার মাষ্টার মাইন্ড হিসাবে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে তার স্ত্রী নাছরিন আক্তার পুলিশের বক্তব্য অস্বিকার করে বলেন, আমার স্বামীর নামে কোন মামলা না থাকার পরও পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে গ্রেফতার করেছে।
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের জানান, পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে গ্রেফতার করেছে। তার নামে কোন মামলা নেই।আমরা এ গ্রেফতারের নিন্দা জানাই।
