
বিশেষ প্রতিনিধি>> ১৩ ডিসেম্বর ১৮।।বৃহস্পতিবার,০৭:০৪:২১ পিএম
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ঐক্য ফ্রন্টের প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেনের ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ছিনিয়ে নিয়েছে যুবলীগ কর্মীরা।ঘটনাটি বৃহস্পতিবার বিকালে মঙ্গলকান্দি ইউপির ডাকবাংলা নামক স্থানে ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মাইক বখতার মুন্সি ডাক বাংলা নামক স্থানে গেলে স্থানীয় যুবলীগের ৫/৬ জন কর্মী সিএনজি অটোরিকশা থেকে দুটি প্রচার মাইক খুলে নিয়ে যায়।এসময় তারা প্রচার কাজে লিপ্ত দুইজনকে বেধম মারধর করে।
জামাল উদ্দিন সেন্টু আরো জানান,বিষয়টি সরকার সমর্থক মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলকে জানালে তিনি মাইক উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।তবে চেয়ারম্যান বাদল বলেন তাকে বিষয়টি অবহিত করা হলেও বিএনপি নেতার বক্তব্য সঠিক না,ঘটনাটি তাদের অভ্যান্তরিন কোন্দলে হতে পারে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, প্রচার মাইকে কে বা কারা বাধা দিয়েছে সেটি জানা নেই। মাইক খুলে নেয়ার বিষয়টি সত্য নয়। তিনি বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন।
