
বিশেষ প্রতিনিধি>> ১৬ জানুয়ারী ১৮।।বুধবার,০৭:২৬:৪৩ পিএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, নির্মাতা, প্রযোজক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিযোগিতা করার জন্য ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে ফরম তুলেছিলেন রোকেয়া প্রাচী। কিন্তু সেসময় দলের টিকিট না পেলেও দিন রাত কাজ করেছেন দলের নির্বাচনী প্রচারে।
