
নিজস্ব প্রতিনিধি>> ২৮ জানুয়ারী ১৯।।সোমবার,০৭:০২:৪৩ পিএম
জাতীয় সংসদের সংরক্ষিত আসন ফেনীতে মহিলা প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তৃনমূল থেকে উঠে আসা সাবেক জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা আঞ্জুমান আরা গিয়াস খুকু।
মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন,খুকু আপা অত্যন্ত দক্ষতা ও প্রজ্ঞার সাথে জেলা মহিলা আওয়ামিলীগের ভিত্তি শক্তিশালী করে তুলেছেন।তৃনমূল পর্যায়ে যোগ্য ব্যাক্তিদের সম্পৃক্ততায় কমিটি ঘোষনা,নেতা কর্মীদের সাথে সু-সম্পর্ক ও যোগাযোগ রক্ষার মাধ্যমে মহিলা আ’লীগের মত দলকে কোন্দল মুক্ত রেখেছেন।তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। সে হিসেবে আমরা খুকু আপাকে সংরক্ষিত সাংসদ হিসেবে চাই।
আঞ্জুমান আরা গিয়াস খুকু জানান,ফেনীর সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য, আঞ্জুমান আরা গিয়াস খুকু ১৯৮৩ সাল থেকে ওয়ার্ড় পর্যায়ের কর্মী ছিলেন প্রয়াত জিল্লুর রহমান সাঃ সম্পাদক থাকার সময় বাংলাদেশ আ’লীগের সদস্যপদ সংগ্রহ করেন।
১৯৮৭ সালে ফেনী পৌর আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন
১৯৯৩ সালে নির্বাচনের মাধ্যমে জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদিকা নির্বাচিত হয়ে একটানা ১১ বছর দায়িত্বরত ছিলেন
২০০৪ সালে নির্বাচনে অংশ গ্রহন করে তিনি জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদিকা নির্বাচিত হন এবং ২০১২ একটানা ৮ বছর দলের জন্য কাজ করে গেছেন।
২০১২ থেকে অদ্যবদী জেলা মহিলা আ’লীগের সহ-সভানেত্রী দায়িত্বরত আছেন
এছাড়া তিনি ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত জেলা মহিলা ক্রীড়া সম্পাদিকা ছিলেন
ও জাতীয় মহিলা সংস্থার কার্যনির্বাহী সদস্য হিসেবে নিয়োজিত আছেন।
