
বিশেষ প্রতিনিধি>> ১৬ জানুয়ারী ১৯।।বুধবার,০৮:১২:৫৪ পিএম
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে বুধবার বিকালে ভুমি অধিগ্রহনের টাকার ভাগভাটোয়ারা নিয়ে ছোট ভাই নুরল আফচারের পিটুনীতে বড় ভাই ওমর ফারুক(৪৫) নিহত হয়েছে।নিহত ওমর ফারুক ওই গ্রামের ভুঞা বাড়ীর মৃত বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সমাজপতি সচিব মিলন জানিয়েছে, চট্রগ্রামেরর মিরেরশরাই উপজেলার ইছাখালি গ্রামে সোনাগাজীর উপজেলার মৃত বাদশা মিয়ার মালিকিয় ভুমি সরকার অধিগ্রহন করে।কিছুদিন আগে অধিগ্রহনের টাকার চেক নিয়ে বাদশা মিয়ার সন্তানদের মধ্যে ভাগভাটোয়ারা নিয়ে বিরোধ শুরু হয়।শুনেছি বিরোধের জেরে সংঘর্ষে ওমর ফারুক নিহত হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছে,বুধবার বিকালে টাকার ভাগভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নুরল আফচার লাঠি দিয়ে ওমর ফারুক কে এলোপাথারী পিটিয়ে মাটিতে ফেলে দেয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হলে মৃতদেহ স্বজনরা বাড়ীতে নিয়ে যায়।
ঘটনার পরে এলাকাবাসী ঘাতক নুরুল আফচার কে ধাওয়া দিলে সে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুদ্দিন বলেন, সন্ধ্যায় পুলিশ নিহতের বাড়ীতে পৌঁছে প্রকৃত ঘটনার জানার চেষ্টা করে।উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।
