Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার দুই বখাটে

সোনাগাজী প্রতিনিধি>> ১৮ জানুয়ারী ১৯।।শুক্রবার, ১০:২০:৫৪ পিএম
সোনাগাজীতে অপহৃত কলেজ ছাত্রীকে শুক্রবার দুপুরে চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবু ইউছুপের বাড়ি থেকে উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল হাকিম রিয়াদ (২৪) ও শাহাদাত হোসেন জুয়েল (২২) নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে।
পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, সোনাগাজী সরকারি কলেজের একাদশ শ্রেনির মানবিক প্রথম বর্ষের ছাত্রী ও ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের ব্যবসায়ী মো. ইয়াকুব মিয়ার কন্যা তছলিমা আক্তারকে কলেজে যাওয়া আসার সময় ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের নজু আলী পন্ডিত বাড়ির মো. ইসহাকের বখাটে ছেলে আবদুল হাকিম রিয়াদ প্রেমের প্রস্তাবে দীর্ঘ দিন যাবৎ উত্যক্ত করে আসছে।
তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির পর সোনাগাজী কলেজ রোডের মাথা থেকে আবদুল হাকিম রিয়াদ, মো. নাহিদ, শাহাদাত হোসেন জুয়েল ও মজিবুল হক রুবেলের নেতৃত্ব ৫/৬ জন বখাটে সন্ত্রাসী সিএনজি অটোরিকশাযোগে জোরপূর্বক কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে সাড়ে সাতটার দিকে চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবু ইউছুপ মিয়ার বাড়ি থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং ওই গ্রামের রবিউল হকের ছেলে শাহাদাত হোসেন জুয়েল ও ধলিয়ার মাছিমপুর গ্রামের নজু আলী পন্ডিত বাড়ির মো. ইসহাকের ছেলে আবদুল হাকিম রিয়াদকে গ্রেফতার করে। এ ব্যাপারে অপহৃতের পিতা মো. ইয়াকুব বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *