Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে র‌্যাবের মামলা

সোনাগাজী প্রতিনিধি>> ০২ জানুয়ারী ১৯।।বুধবার,০৮:২০:৪৩ পিএম

সোনাগাজীতে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সিপিও আবুল কালাম আজাদ(নৌ) বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ জন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।গত ২৯ ডিসেম্বর রাতে অস্ত্র উদ্ধারের পর বাদী সোনাগাজী মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এ)(এফ) ধারায় মামলাটি দায়ের করে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, সেকেন্ডে অফিসার এসআই সাইফুদ্দিন কে র‌্যাবের দায়ের করা মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, সোনাগাজী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর চরছাািন্দয়া গ্রামে আবস্থিত ইমাম উদ্দিনের বাড়ী পুকুর পাড়ের আম গাছের নীছে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপক্ষে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি বস্তা রেখে পালিয়ে যায়।উপস্থিত স্বাক্ষী উত্তর চরছাািন্দয়া গ্রামের নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম ও মনোহর আলীর ছেলে ইলিয়াছ পালিয়ে যাওয়াদের মধ্যে জসিম উদ্দিন ও কালাম কে চিনতে পারলেও বাকিদের পরিচয় জানতে পারেনি।র‌্যাব সদস্যরা সন্ত্রাসীদের রেখে যাওয়া বস্তা খুলে ভিতরে ম্যাগজিনসহ ৫টি পিস্তল,২টি রিবলভার,, ১টি ১২ বোরের শর্টগান,১টি পাইপগান,১টি ওয়ান শুটারগান,৩৮টি বিভিন্ন প্রকারের গুলি,৫টি ম্যাগজিন উদ্ধার করে।প্রাথমিক তদন্তে র‌্যাব জানতে পারে আসামীরা ওই স্থানে গোপনে অবৈধ অস্ত্র মজুদ করে দির্ঘদিন ধরে অস্ত্র ব্যাবসা পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *