
সোনাগাজী প্রতিনিধি>> ২৩ জানুয়ারী ১৯।।বুধবার,০৮:২৪:৩২ পিএম
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে দোতালা বাসার ছাদ থেকে পড়ে মুসলিমা আক্তার সোনিয়া(২২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার সকাল সড়ে ১০ টায় ওই গ্রামের বেলায়েত সওদাগরের পুরাতন বাড়ীতে ঘটে।নিহত গৃহবধূ ওমান প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী। দেড় বছর বয়ষের তার শিশু সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই সাইফুল ইসলাম পারভেজ তার বোন কে ছাদ থেকে পেলে দিয়ে হত্যার অভিযোগ করায় ঘটনাটি দূর্ঘটনা নাকি হত্যা তাহা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
সাইফুল বলেন, পারিবারীক বিরোধের জেরে আমার বোনের দেবর মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার পরিকল্পিতভাবে হত্যা করে তাকে বাসার ছাদ থেকে পেলে দেয়।গত কয়েকমাস ধরে বোনের সাথে তার বিরোধ চলছে।
ওই বাড়ীর বাসিন্দা দেলোয়ার হোসেন,শিরিন আক্তার,আহচান উল্লাহ সহ অন্যরা বলেন, সকাল সাড়ে ১০ টায় আমরা উঠানে বসে তরকারী কাটছিলাম।এসময় দোতালায় ছাদের এক কোনে সোনিয়া বড় ডিসের মধ্যে মরিচের গুড়া শুকাতে দিয়ে পুনরায় ঘরের মধ্যে চলে যায়।১০মিনিট পর সে আবার ছাদের কোনায় এসে মরিচের গুড়া নাড়ানাড়া করা শেষে ফেরার সময় পা পিছলে উপুড় হয়ে নিচে পড়ে যায়।এসময় তার মাথা দেওয়ালের সাথে প্রচন্ড থাক্কা লাগে।বাড়ীর সবাই চিৎকার করে দ্রæত তাকে উদ্ধার করে ঘরে নিয়ে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।তারা আরো জানান,সোনিয়ার স্বামী ও দুই ভাসুর দীর্ঘদিন ওমানে কর্মরত রয়েছে। ছয় মাস আগে ছুটিতে এসে গত সোমবার তার স্বামী ও ভাসুর সামছুল আলম পুনরায় ওমান ফিরে যায়।তাদের সুখি পরিবার ,কোন সময় ঝগড়া হতে দেখিনি।
সরজমিনে দেখা গেছে,দোতালা বাড়ীর প্রথম তলায় দুই ভাই বসবাস করে,উপরের তলায় নিহত সোনিয়া তার শ্বশুর শ্বাশুড়িকে নিয়ে বসবাস করছে।তাদের ঘরে কোন কোন পুরুষ সদস্য নেই।তার শ্বশুর স্টোক করে দীর্ঘদিন শয্যাশায়ী রয়েছে।সোনিয়া ছাদের যে জায়গা থেকে নিছে পড়েছে সেখানে গুড়ো মরিচ ভরা ডিস পড়ে রয়েছে।পুরো বাড়ীতে এলাকাবাসী ও শোকার্ত আত্মীয় স্বজনদের ভীড়।সবাই বলছে পরিবারটি সুখি পরিবার।
মৃতদেহের সুরতহাল তৈরীকারী সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হোসেন সমকালকে বলেন, নিহতের মাথার ডানপাশে আঘাতের গুরতর জখম ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ঘটনাস্থলের পারিপাশ্বিকতা দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অসাবধানতাবশত পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন,ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তাহা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বাশুড়ি শরিফা খাতুন ও দুই ভাসুরের স্ত্রী ফাতেমা আক্তার ও নাছিমা আক্তার কে আটক করা হয়েছে।লাশের ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতারেলর মর্গে প্রেরন করা হয়েছে।
