
নিজস্ব প্রতিনিধি>> ২৭ জানুয়ারী ১৯।।রবিবার ০৮:৫৮:৪৩ পিএম
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের আর.এম.হাট কে.উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, অভিভাবক সমাবেশ ও ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধন রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো.সোহেল পারভেজ।
সোনাগাজী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ বাবু নিতাই চন্দ্র নাথ
,মুক্তিযোদ্ধা মহব্বত উল্যাহ,বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু নেপাল চন্দ্র নাথ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাফেজ আবুল কালাম আজাদ,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেদায়েত উল্যাহ,গোলাম সরওয়ার,রাকিব উদ্দিন,নুশরাত জাহান,রুবাইয়া জাবিন মল্লিকা,ফারজানা আক্তার সুচনা,বিদায়ী সংগীত পরিবেশন করেন সুরাইয়া ইসলাম।বিদায়ী শিক্ষার্থীদের উদ্দোশ্যে বক্তব্য রাখেন,জাহেদুল ইসলাম,তানিয়া ইসলাম।মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী ফারজানা নিপা।
দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন মতিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন।
