
বিশেষ প্রতিনিধি>> ২২ নভেম্বর ২০।।রবিবার,০৯:৩০:৪৩ পিএম
মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফল ইসলাম রবিন রবিবার ফেনীর আদালতে আত্মসমর্পন করেছে।দুপুরে আত্মসমর্পের পর আদালাত তাকে কারাগারে প্রেরন করে।
তিনি মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রেজাউল করিম রাজ্জাকেরর বড় ছেলে।
উল্লেখ্য ২০১৩ সালে পরশুরাম থানা পুলিশ মাদক সহ সাইফুল ইসলাম রবিনকে গ্রেফতার করে। কয়েকমাস জেল খাটার পর জামিনে বের হন। পরবর্তীতে এই মামলায় তার ২ বছর সাজা হয় এবং ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।
