সোনাগাজীতে ভূমি দস্যুদের অত্যাচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর সোনাগাজীতে ক্রয়কৃত ভূমি জবর দখলের চেষ্টা ও অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন মো. হোসেন নামের এক নির্যাতিত ব্যবসায়ী।
১৮ মে মঙ্গলবার সকালে পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০০৭ সালের তিন জুলাই উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ২৬৬নং মির্জাপুর মৌজার, হাল ৪৭ নং মির্জাপুর মৌজার সাবেক ১৭৭ খতিয়ান, এম.আর.ও.আর. ২০৪ নং খতিয়ানের বাংলাদেশ জরিপী ৮০৪ খতিয়ানের সাবেক ১৩২২ দাগ, হাল ১৯৩৭ দাগে, ২৮১৫ নং ছাপ কবলা মূলে খরিদা হিসেবে চার শতক একত্রিশ দশমিক পঁচিশ পয়েন্ট ভূমির মালিক দখলদার রয়েছেন। জমা-খারিজ খতিয়ানও তার নামে লিপিবদ্ধ হয়েছে। তিনি ব্যবসায়ীক কারণে পরিবার পরিজন নিয়ে ঢাকা শহরে বসবাসের সুযোগে উক্ত জমিতে লোলুপ দৃষ্টি পড়ে মীর্জাপুর গ্রামের ভূমি দস্যু অমূল্য কুমার জল দাস গংদের। গত ২৩ এপ্রিল সকালে অমূল্য কুমার জল...









